সোনারগাঁও দর্পণ ;
সোনারগাঁওয়ে ডাকাতির সময় দুই ডাকাতকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে রাস্তার পাশে ফেলে রেখেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোগরাপাড়া এলাকার সোনাখালী এলাকা দিয়ে যাতায়াত করা বিভিন্ন ব্যবসায়ীসহ সাধারণ জনগণ প্রায়ই ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছিল। দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে প্রায়ই এ ধরনের ঘটনায় ভুক্তভোগীরা অতিষ্ট হয়ে ওঠে। এরআগেও একাধিকবার ডাকাতদের অত্যাচারে স্থানীয়রা তাদের ধরতে চেষ্টা করে ব্যর্থ হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাত শেষে মঙ্গল ভোরে কয়েকজন ব্যবসায়ী তাদের মালামাল নিয়ে হাট-বাজারে যাওয়ার সময় সোনাখালী এলাকায় ডাকাতির কবলে পরে।
এ সময় একজন ব্যবসায়ী একজন ডাকাতকে ঝাপটে ধরে ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে বাকি ৪ জন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অন্যান্য ব্যবসায়ীরা আরও এক ডাকাতলে ধরে ফেলে।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে রাখে। স্থানীয়রা জানায়, গণপিটুনির শিকার ডাকাতূের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায়।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুবুব আলমকে তার মোবাইলে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
Post a Comment