সোনারগাঁও দর্পণ ঃ
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা এবং চাচাতো ভাইয়েরা। একই ঘটনায় রফিকুল ইসলাম নামে আরও একজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন মোঃ আসলাম সামি (৫০) ও মোঃ শফিকুল ইসলাম রনি (২৮)।
রবিবার দুপুরে দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী খাঁসপাড়া (পাঁচপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাঁসপাড়া (পাঁচপাড়া) এলাকায় সরকারি অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ প্রায় শেষ দিকে। ওই ড্রেনে নিহত আসলাম ও সামিদের বাড়ির নিষ্কাষন লাইন নিতে গেলে নিহত আসলামের সাথে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুর রহমান ও মারুফ চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম মিয়া, মো: রনি ও রফিকুল ইসলামের ওপর হামলা করে। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মো: আসলাম মিয়া ও মো: রনি মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব হোসেন জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post a Comment