Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে জহির হত্যা মামলায় আটককৃত ৫ অভিযুক্তকে আদালতে প্রেরণ


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে নতুন সেবা ক্লিনিকের ফার্মেসী কর্মচারী জহিরুল ইসলাম জহির হত্যা মামলায় অভিযুক্ত আটক হওয়া ৫ জনকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারী) সকালে তাদের আদালতে পাঠানা হয়। 

আদালতে পাঠানো অভিযুক্তরা হলো - হাসপাতালের মালিক মনিরুল ইসলাম, দুই ম্যানেজার আক্তার হোসেন ও মোস্তাফিজুর রহমান, ঘটনার দিন হাসপাতালের ডিউটিরত চিকিৎসক নাজমুল আলম ও ওয়ার্ড বয়  মিন্টু মিয়া। 

এরআগে, বুধবার (২২ ফেব্রæয়ারী) সকালে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ড এর অদূরে থানা রোড়ে নতুন সেবা হাসপাতালের ফার্মেন্সী কর্মচারী জহিরুলের লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহত জহিরের স্ত্রী তাহিরা শবনম জুবাইদা বাদি হয়ে হাসপাতালের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget