সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে নতুন সেবা হাসপাতালের স্টাফ জহিরুল ইসলাম জহির (৪০)’ কে হাত-পাঁ বেঁধে হত্যার অভিযোগে মোট ৫ জনকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। বুধবার (২২ ফেব্রæয়ারী) ঘটনার পর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের অদূরে থানা রোডে ভূইয়া প্লাজায় নতুন সেবা হাসপাতাল থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো -হসপিটালের মালিক মনিরুল ইসলাম, ম্যানেজার (নাইট শিফট) মুস্তাফিজুর রহমান, চিকিৎসক নাজমুল আলম হাসান, ওয়ার্ড বয় মিন্টু মিয়া, ম্যানেজার (ডে শিফট) আক্তারুজ্জামান।
এরআগে, বুধবার (২২ ফেব্রæয়ারী) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের অদূরে থানা রোডে ভূইয়া প্লাজায় নতুন সেবা হাসপাতালে জহিরুলকে হাত- পাঁ বেঁধে হত্যার অভিযোগ করে তার পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। তবে, ঘটনার প্রকৃত তথ্য জানতে পুলিশ তদন্ত করছে।
Post a Comment