সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে এক নারী শ্রমিক গণধর্ষনের শিকার হয়েছে। গণধর্ষণের শিকার ওই নারী উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার শ্রমিক। গত ১০ ফেব্রæয়ারী নানাখী গোলনগর এলাকায় আবু হানিফের পরিত্যাক্ত মুরগীর ফার্মে এ ঘটনা ঘটে। পুলিশ গণধর্ষণের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার লালাটি এলাকার অলিম্পিক বিস্কুট কারখানার ওই নারী শ্রমিকের সাথে সহকর্মী সাখাওয়াত এর বন্ধুত্বপূর্ণ সর্ম্পক হয়। গত ১০ ফ্রেব্রæয়ারি রাতে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে সহকর্মী সাখাওয়াতের সাথে ওই নারী শ্রমিকের দেখা হয়। সাখাওয়াত তাকে (নারী শ্রমিকে) ফুসলিয়ে সাখাওয়াতের বন্ধু মমিনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নানাখী গোলনগর এলাকায় তার আরক বন্ধু আবু হানিফের পরিত্যাক্ত মুরগীর ফার্মে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ওই নারী শ্রমিকের হাত, মুখ বেধেঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মমিন(২১), একই ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার হালিমের ছেলে আবু হানিফ (২৫) এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মনুয়া গ্রামের ফয়জুল হক দপ্তরির ছেলে ফয়সাল (২০) ও তার বন্ধু সাখওয়াত গণধর্ষণ করে।
পরে বাড়ি ফিরে বিষয়টি ওই নারী শ্রমিক তার স্বামী শাহরিয়ার আলম শুভ’কে জানায়। পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী শুভ বাদি হয়ে সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা করলে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী শনিবার রাত ও দিনের বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মমিন(২১), আবু হানিফ (২৫) এবং ফয়সাল (২০)’কে গ্রেফতার করে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী জানান, ধর্ষণের ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতারের পর রবিবার আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Post a Comment