সোনারগাঁও দর্পণ :
যথাযথ মর্যাদায় মহান ২১ ফেব্রæয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে নিহত ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান তারা।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৈাধুরী বিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি , মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবু, বৈদ্যারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট ফজলে রাব্বি, কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment