সোনারগাঁও দর্পণঃ
সোনারগাঁও আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা চলাকালীন সময় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জ করলেও প্রথমে ব্যর্থ হয়। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায় উপজেলা আওয়ামী লীগের নেতা ও পুলিশের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিপলু এবং বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানাগেছে, তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সম্প্রতি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় (৮ জানুয়ারি) জামপুর ইউনিয়নের মালিপাড়া স্কুল মাঠে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন আয়োজন করেন।
সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাফুজুর রহমান কালামসহ উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ।
সভায় প্রধান বক্তা কায়সার হাসনাত বক্তব্য দেয়ার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের রাব্বি, সাবেক চেয়ারম্যান শিপলুর ভাগিনা তাসফি শিকদার, মোবারক এবং আওলাদসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
Post a Comment