সোনারগাঁও দর্পণ :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের সদস্যরা। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে প্রথম প্রহরে পৌরসভার শহীদ মজনু পার্কে অবস্থিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তি পাগল বাঙ্গালীদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ ও তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্থান পায়।
পরে প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে দেশের কল্যাণ কামনার পাশাপাশি শহীদ বীর শহিদদের আত্মার শান্তি কামণায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা মাসুদ শায়ান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ও ফজলে রাব্বি সোহেল, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যাণ সম্পাদক সুমন মাহমবুু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ, সদস্য মাজহারুল ইসলাম, মনির হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Post a Comment