Halloween Costume ideas 2015

কাঁচপুরে অটোরিকশা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত - ৫


সোনারগাঁও দর্পণ :

নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ৫ অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নুর উদ্দীন (৪৫), অটোরিকশা চালক হানিফ ও যাত্রী মামুন (৩০) এর পরিচয় পাওয়া গেছে। বাকী দুই জনের পরিচয় জানতে পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সাথে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির তেমন ক্ষতি না হলেও অটো রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় উপস্থিত অন্যান্য পথচারী ও যাত্রীরা আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget