সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায় ভ্যেকু দিয়ে সড়কের পাশে মাটির নিচ থেকে সঞ্চালন গ্যাসের এসকল অবৈধ পাইপ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয়। এ সময় ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগ কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার উদ্ধার করে জব্দ করা।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহীম বলেন, বৈধ গ্রাহকরদের সঠিকভাবে গ্যাস পেতেই তিতাসের এ উদ্যোগ। সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
Post a Comment