বৃহস্পতিবার বেলা ১১ টায় নোয়াগাঁও এবং বিকাল ৪ টায় সাদিপুর ইউনিয়নে এসব কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় ও নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সংসদ কাজী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন ও সদস্য বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের মোঃ জাকির হোসেন, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের এডভোকেট সাইদুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লা সরকার, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রত্যেকটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে এবং সাংগঠনিকভাবে দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে সন্ধ্যা ৭ টায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা হবে বলে জানা গেছে।
Post a Comment