Halloween Costume ideas 2015

সাংবাদিক রাজিব নূরের ওপর হামলা ; এক আসামী গ্রেফতার


সোনারগাঁও দর্পণ :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে বেড়াতে যাওয়া পর্যটক রাজিবনূরসহ ৪ সাংবাদিকের ওপর হামলাকারীদের মধ্যে ওয়ালিদ (২৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চাঁনপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওয়ালিদ চাঁনপাড়ার ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ির ‘দখলদার’ আব্দুল ওয়াহেদের ছেলে।

এরআগে, রোববার দুপুরের পর সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়নে রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে যান। সেখানে হামলার শিকারদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ’র বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা অবৈধ দখলদারদের হামলার শিকার হোন।

পরে এ ঘটনায় রোববার রাতেই সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে ‘দখলদার’ আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা করেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget