সোনারগাঁও দর্পণ :
অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। আগামী ৩ সেপ্টেম্বর শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি বুধবার (২৪ আগষ্ট) সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে এক বৈঠকে এ দিন ধার্য করেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ২য় যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সাথে আলাপ শেষে যৌথভাবে এ সিদ্ধান্ত জানান।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর শনিবার সোনারগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে (সোনারগাঁও যাদুঘর ২য় গেইটের পাশে) এক জনসভার মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এরআগে, ২০১৯ সালে ১৫ জুলাই জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে আহ্বায়ক ও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির প্রথম অনুমোদন দেন।
পরবর্তীতে তৃণমুল পর্যায় ওই কমিটির বিষয়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হলে ২০২১ সালের ২৩ মার্চ পূর্বের আহ্বায়ক কমিটিতে কিছুটা পরিবর্তন এনে এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও আবদুল্লাহ্ আল কায়সারকে ১ম যুগ্ম আহ্বায়ক এবং মাসুদুর রহমান মাসুমকে ২য় যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে নাারয়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। ওই কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ অনেককে নতুন কমিটিতে সদস্য করা হয়েছে।
Post a Comment