সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের মেঘনার নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছে জাহিদ (২২) নামের এক যুবক। রবিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার অদূরে মেঘনা নদীতে বড় ভাইয়ের সাথে গোসল করতে নেমে সে তলিয়ে যায়। পরে খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করলেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। ধারণা করা হচ্ছে প্রবল ¯্রােতে হয়তো মরদেহটি অনত্র চলে গেছে।
স্থানীয়রা জানায়, নিখোঁজ জাহিদের বাড়ি গাইবান্ধায়। তার বাবার নাম শহিদুল ইসলাম। জাহিদ মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে ত্রিবর্দী (টিপরদী) এলাকায় অবস্থিত চৈতি কম্পোজিট এ কাজ করত। স্থানীয়রা আরও জানায়, গোসল করার সময় তার বড় ভাই নয়ন তার সাথে ছিল। সূত্রমতে, সাতার জানত জাহিদ। তাহলে কিভাবে পানিতে তলিয়ে গেল এ নিয়ে প্রশ্ন উঠে অনেকের মনে।
Post a Comment