সোনারগাঁও দর্পণ :
কলাপাতা রেস্টুরেন্ট সোনারগাঁও উপজেলা ও আশপাশের কয়েকটি উপজেলার মধ্যে অন্যতম। দাম যা-ই হোক খাবারের গুণগত মান, পরিবেশ, পরিচ্ছন্নতা আর পরিবেশনার জন্যে খুবই জনপ্রিয় একটি নাম কলাপাতা। মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটি তাদের শাখাও খুলেছে। অথচ কলাপাতার এমন একটি প্রতিষ্ঠানের সকল কর্মকঅন্ড চলতো অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে। ঘটনাটি খুবই দুঃখজনক। মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসট্যান্ড এলাকার কলাপাতা রেস্টুরেন্টে তিতাসের ভ্রাম্যমান আদালতের অভিযানে কলাপাতা রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর স্থানীয় এলাকায় প্রচার হলে এমন মন্তব্যই করতে শোনা গেছে স্থানীয়দের।
তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁও এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরায় অবৈধ গ্যাস সংযোগে তাদের কার্যক্রম চালাচ্ছে এমন সংবাদ বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে আসছে বিভিন্ন মাধ্যমে। তারই অংশ হিসেবে আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম এর নেতৃত্বে আমরা অভিযান চালাই। অভিযানে কলাপাতা রেস্ট্ররেন্টে অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় তা বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে রেস্টুরেন্টটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Post a Comment