Halloween Costume ideas 2015

মিডিয়া ফেলোশিপ পাওয়ায় রবিউলকে সাহিত্য নিকেতনের সংর্বধনা


সোনারগাঁও দর্পণ :

সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দেয়া মিডিয়া ফেলোশিপ পুরস্কার -২০২২ পাওয়ায় লেখক সাংবাদিক ও সোনারগাঁও সাহিত্য ও নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনকে সংবর্ধনা দিয়েছে সোনারগাঁও সাহিত্য নিকেতন। ৬ আগস্ট শনিবার বিকেলে সোনারগাঁও পৌরসভা সংলগ্ন সুবর্ণগ্রাম কালচারাল সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব’র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য নিকেতনের সহ সভাপতি আসমা আখতারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য নিকেতনের উপদেষ্টা ও শিশুতোষ টিভি অনুষ্ঠান সিসিমপুরের নির্মতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম, সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো . মতিউর রহমান, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক মাহবুবর রহমান সুমন, খায়রুল আলম খোকন, সাংবাদিক ফরিদ হোসেন, আক্তার হাবীব, সাংবাদিক ও লেখক এরশদ হুসাইন অন্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাখখার সাগর, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হল, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার, নির্বাহী সদস্য শংকর প্রকাশ, নির্বাহী সদস্য সম্মোহনী অজিবুর, সদস্য আলী নূর হাসান, কবি খন্দকার পনির ভূঁইয়া, এলমা মরিয়ম জুস্মিসহ অনেকে। 

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক রবিউলের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেয়া হয়। 

এ সময় সাংবাদিক রবিউল হুসাইন তার ফেলোশিপ পুরষ্কার সোনারগাঁওয়ের প্রয়াত সাংবাদিক ও লেখক বাবুল মোশাররফকে উৎসর্গ করেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget