সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও পৌরসভায় একটি অবৈধ চুন ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে তিতাসের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে পৌরসভার দলালপুর এলাকার ওই চুন ফেক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম জানান, বন্দর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম চুন ফ্যাক্টরীটিতে অবৈধ গ্যাস-সংযোগের মাধ্যমে দীর্ঘ দিন যাবৎ চুর তৈরি করে আসছিল। খবর পেয়ে তিতাসের লোকজন চুন ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তা গুড়িয়ে দেয়। অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কাজ করায় সরকারের প্রচুর গ্যাস নষ্ট হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে রাজস্ব হারিয়েছে।
অভিযানের সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁও থানার ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Post a Comment