সোনারগাঁও দর্পণ :
২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহতের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, নিহতদের স্বরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। রবিবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, শিল্প বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সদস্য ও স্বাচিপ’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূইয়া, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ফজলে রাব্বী, আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ অনেকে।
আলোচনা শেষে গ্রেনেড হামলা নিহতের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।
Post a Comment