সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরর দড়িকান্দি বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক রাহাত নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো। এছাড়া আনান নামে তাদের আরো এক বন্ধু একটি প্রাইভেট ক্লিনিকের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এরআগে মাহিমা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাহিমার বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া হলে তারা ঢাকার ডেমরা এলাকায় বসবাস করতো। মাহিমার বাবা মাহফুজুর রহমান চৌরাস্তা এলাকায় অবস্থিত একটি প্রাইভেট ক্লিনিকের মালিক বলে জানাগেছে।
সূত্র জানায়, গাড়ি চালক রাহাত, মাহিমা, সাইফুল, আনান ও কাজী প্রাইভেটকারে ছিল। তাদের পিছনে হাইএক্সে তাদের আরো ৩/৪ বন্ধু ছিল। রাহাত এরআগে সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসেনি। তাই ভুল করে অন্য পথে চলে যায়। পরে সঠিক পথে যেতে ইউটার্ণ নেয়ার সময় সুরমা নামে নোয়াখালী-ফেনী রুটের একটি যাত্রীবাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
Post a Comment