Halloween Costume ideas 2015

জুলাই শেষে শিশুদের করোনা টিকা প্রয়োগ হতে পারে


সোনারগাঁও দর্পণ :

চলতি মাস (জুলাই) এর শেষের দিকে শিশুদের করোনা টিকা দেয়া শুরু হতে পারে বলে আশা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এবিএম খুরশিদ আলম। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। 

তিনি আরও বলেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা আলাদা। এটা পয়েন্ট টু এমএল’র ডোজ। এর ভায়াল আর সিরিঞ্জও আলাদা। চলতি মাসে বেশ কিছু ভায়াল আর টিকার সিরিঞ্জ আসবে। আশা করছি চলতি মাসের শেষের দিকে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেয়ার কাজ শুরু করা যাবে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে আলাপ হয়েছে। শুধু শিক্ষা মন্ত্রণালয়ই নয়, সংশ্লিষ্ট সকলের সাথে মিটিং হবে। তারপর প্রথমে ঢাকা থেকে কাজ শুরু করব। পর্যায়ক্রমে সারাদেশেই দেয়া হবে। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget