সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে মারুফ (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের আব্দুস সালামের বাড়িতে বুধবার (১৩ জুলাই) এ ঘটনা ঘটে। আত্মহননকারী মারুফ আব্দুস সালামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার বেলা ১১টা কি সাড়ে ১১টা নাগাদ মারুফের রুমের দরজা বন্ধ দেখে প্রতিদিনের মতো তাকে ঘুম থেকে ডেকে তুলতে ডাকাডাকি করে পরিবারের সদস্যরা। কোন সাড়াশব্দ না পেয়ে রুমের ভেন্টিলেটর দিয়ে উকি দিতেই ওয়াশরুমের আড়ার সাথে মারুফের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজনের কান্নাকাটি শুনে এলাকাবাসী এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, যেহেতু পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি সেহেতু পোষ্টমর্টেমের পর একটি অপমৃত্যু মামলা হবে।
Post a Comment