সোনারগাঁও দর্পণ :
দেশে চলমান গরমের তীব্রতা সহসাই কমছেনা বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার ১৩ জুলাই সন্ধ্যায় সংবাদকর্মীদের এ তথ্য জানান, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
তিনি জানান, বৃষ্টি কম হওয়ার কারণে দেশে তাপপ্রবাহের আওতা বেড়েছে। বর্তমানে দেশের ১৭টি জেলার উপর দিয়ে এ তাপপ্রবাহ বইছে। এর ত্রীব্রতা রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এরআগেও সিলেট বিভাগের ৪ জেলাসহ মোট ৭ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে বলে তিনি জানান।
বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট বিভাগের ৪ জেলাসহ ১৭ জেলায় এ তাপপ্রবাহ বইছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮.২ ডিগ্রি সেলসিয়েস। সর্বনিন্ম ছিল রাঙ্গামাটি ও সীতকুণ্ডে ২৫ ডিগ্রি সেলসিয়েস। আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৪৩ মিলিমিটার।
Post a Comment