সোনারগাঁও দর্পণ :
বন্দর থানা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এবং সোনারগাঁও উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক করেছে কেন্দ্রীয় জাতীয় পার্টি। শুক্রবার বিকালে বন্দরের সমরকক্ষে অনুষ্ঠিত জাতীয়পার্টির সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
সম্মেলনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, পার্টির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ অনেকে উপস্থিত ছিলেন।
Post a Comment