সোনারগাঁও দর্পণ :
রূপগঞ্জে সোনারগাঁও থানা পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। শুক্রবার বিভিন্ন সময় ও স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্য্যাব-১১ এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১১ জুন রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় পুলিশর উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় সোনারগাঁও থানার উপ-পরিদর্শক ফারুক হাসান বাদী হয়ে একটি মামলা করেন। ঘটনার ছায়া তদন্ত করে ওয়ারেন্টের আসামি আমিন উদ্দিন (৪০), তার বোন রিনা বেগম (৪১), রিপন মিয়া (৩৮), আছমা (৩৮) কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আসামী ছিনতাইয়ের সময় পুলিশের খোয়া যাওয়া একটি ওয়াকিটকি, পুলিশের একটি আইডি কার্ড এবং আরো গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।
Post a Comment