সোনারগাঁও দর্পণ :
অসুস্থ এক নাতিকে দেখতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অপর এক নাতিসহ মারাগেছেন শামসুন্নাহার বেগম (৫৬) নামে এক মহিলা। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাতনির নাম আরপি আক্তার (৮)। নিহতরা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সোনাকান্দা গ্রামের বাসীন্দা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নরসিংদীতে তার এক মেয়ে ঘরের নাতিন অসুস্থ। সেই নাতিনকে দেখতে আরেক নাতিন আরপিকে সাথে নিয়ে শামসুন্নাহার নরসিংদি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কা দিলে দু’জনই গুরুতর আহত হয়।
দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন। আর অরপিকে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তারও মৃত্যু হয়।
Post a Comment