সোনারগাঁও দর্পণ :
সিএনজি’র যাত্রী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজয় (৩৫) নামে এক সিএনজি চালকের বিরুদ্ধে। শনিবার (১৮ জুন) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ এ ঘটনায় মাঝেরচর পূর্বপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে অভিযুক্ত সিএনজি চালক বিজয়কে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৭ টার দিকে আড়াইহাজার থানার বিষ্ণন্দি ফেরিঘাট থেকে সিএনজিতে করে ধর্ষণের শিকার ওই গৃহবধূ মদনপুর যাওয়ার সময় সিএনজি চালক বিজয় মাঝেরচার এলাকায় ওই নারীকে গাড়িতে একা পেয়ে রাস্তার পাশে বাবুল মিয়ার মুরগির খামারের পাশে ঝোপে নিয়ে ধর্ষণ করে।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানীর তার অন্যান্য সহকর্মীদের নিয়ে অভিযান চালিয়ে দুপুরে অভিযুক্ত বিজয়কে মাঝেরচর এলাকা থেকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।
Post a Comment