সোনারগাঁও দর্পণ :
৮ম ধাঁপে অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিজাইটিং অফিসারকে অমানুষিক শারীরিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে নির্যাতনের শিকার প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলাম বাদি হয়ে ঘটনার সাথে জড়িত ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৫শ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
সোনারগাঁও থানা পুলিশের একটি সূত্র জানায়, মোগরপাড়া ইউপি নির্বাচনে প্রিজাইটিং অফিসারকে মারধরের ঘটনায় বুধবার রাতে বাদী মামলা করার পর বৃহস্পতিবার সকালে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আল মাহবুব ও তার ভাতিজা রাজুকে নারায়ণগঞ্জ আদালতে রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৫ জুন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর দরগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের ওপর হামলার ঘটনা ঘটে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ভাইরাল হয় এবং অমানবিক নির্যাতনের বিরুদ্ধে বিচার চেয়ে সোচ্চার হয় সাধারণ মানুষ।
Post a Comment