সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে শরিফুল ইসলাম (৩৬) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনারগাঁও থানা রোডের সন্নিকটে মেহেন্দীভিটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে এলাকাবাসীরা শাহ আলম নামের এক ছিনতাইকারীকে ছুরি ও রক্তমাখা শার্টসহ আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।
এলাকাবাসীরা জানান, সোনারগাঁও থানা রোডের সন্নিকটে মেহেন্দীভিটা এলাকায় আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে স্থানীয় নিলা ফার্নিচার দোকানে কাজ করতো চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম। শরীফুলের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সোনারগাঁও পৌরসভার অনন্তমুছা গ্রামের নজরুল ইসলামের ছেলে ছিনতাইকারী শাহ আলম।
এসময় শরীফুল তার মোবাইল না দেওয়ায় শাহআলম ক্ষিপ্ত হয়ে শরীপুলের গলায় উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত শরীফুল ইসলামের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
অপরদিকে, শাহ আলমকে এলাকাবাসী ধাওয়া করে ছুরি ও রক্তমাখা শার্টসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, শাহআলম সোনারগাঁও থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Post a Comment