Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে ৯ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার; গাড়ি জব্দ


সোনারগাঁও দর্পণ :

ডাকাতরি প্রস্তুতিকালে ৯ ডাকাতকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। গতকাল রাতে ও বুধবার ভোরে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার আওতাধীন ত্রিবর্দী (টিপুরদী) এলাকা থেকে এদের আটক করা হয়।  

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী থেকে একটি পিকআপসহ ৯ ডাকাত সদস্যকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে আমাদের কাছে খবর আসে। তাদের কাছ থেকে একটি তালোয়ার, দুটি ছুরি, ১ টি কাটারী, ১ টি চাঁপাতি, ৮ টি মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামালা করেছে। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget