সোনারগাঁও দর্পণ :
ছোট ছোট অনাকাঙ্খিত ঘটনায় বড় ধরণের ক্ষতির কারণ হতে পারে। তাই সকলকে যে কোন ধরনের গুজব বা বিভ্রান্তিমুলক কোন কথায় উত্তেজিত না হয়ে সুন্দর ও সুস্থ্য পরিবেশ বজায় রেখে পবিত্র ঈদ-উল ফিতর পালনের আহবান জানিয়েছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। সোমবার তিনি ভিডিও বার্তায় এ আহবান জানান।
১ মিনিট ৫৩ মিনিটের ভিডিওতে তিনি বলেন, আগামীকাল ৩ মে, মঙ্গলবার। পবিত্র ঈদ উল ফিতর। করোনা কাল পেরিয়ে দীর্ঘ দুই বছর পর সবাই মিলে পবিত্র ঈদের নামাজ আদায় করতে যাচ্ছি। অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য নিজ এলাকায় এসেছেন। এই উৎসব উৎসব মুখর হোক, আনন্দময় হোক এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু এ সময় ছোট খাটো সংকির্ণ বিষয় নিয়ে নানা অপ্রিতিকর ঘটনার সূত্রপাত হয়, মারামারি হয়, হানাহানি হয়, য়া অনাকাঙ্খিত। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই অপার আনন্দ যেন বিষাদময় আর নিরানন্দ না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আপনার নিরাপত্তা ও শান্তিকল্পে আমরা সর্বদা আপনার পাশে রয়েছে। যে কোন বিশৃঙ্খলা, ষড়যন্ত্র বা গুজব প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। আমরা পুলিশ সদস্যরাও আপনাদের মতোই সমাজ, পরিবারের অংশ। উৎসব-অনুষ্ঠানে আমাদেরও শামিল হওয়ার বাসনা আছে। কিন্তু আপনার নিরাপত্তা দেয়ার জন্য আমরা পরিবার ও সমাজের এই আনন্দ বিসর্জন দেই। বিনিময়ে আপনার সার্বিক নিরাপত্তা বিধানই আমার আনন্দ, আমার স্বস্তি, আমার প্রাপ্তি, আমার ভালবাসা।
সবাই মিলে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন এবং ঈদের পরবর্তি দিনগুলো নিশ্চিন্তে পালন করেন এই কামনা করি।
সবাই সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন। আনন্দে-স্বচ্ছন্দে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক।
Post a Comment