Halloween Costume ideas 2015

সোনারগাঁও থেকে ৭ ডাকাত গ্রেফতার


সোনারগাঁও দর্পণ :

গ্রামবাসীর সহযোগিতায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকার খালপাড় নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁচপুর এলাকার বিভিন্ন বাড়িতে দীর্ঘদিন ধরে প্রায়ই ডাকাতি সংঘটিত হচ্ছিল। ফলে ডাকাতের আক্রমন থেকে রক্ষা পেতে প্রতি রাতে গ্রামবাসীরা পালা দিয়ে পাহারার ব্যবস্থা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চেঙ্গাইন খালপাড় এলাকায় ১০-১৫ জনের মুখোশধারী একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গ্রামবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে, সোনারগাঁও থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাতের ঘোষণা দিলে গ্রামবাসীরা স্বস্ব অবস্থান থেকে জেগে উঠলে ৭ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ (ছোড়া, লোহার রড) গ্রেফতার করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মুন্সিগঞ্জ সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ গ্রামের মৃত নীল কমল দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস, একই এলাকার শ্যামল চন্দ্র দে’র ছেলে শিমুল চন্দ্র দে, মৃত পরিতোষ বর্মনের ছেলে চন্দন বর্মন, দুলাল চন্দ্র মনি’র ছেলে অপু চন্দ্র মনি, মৃত আব্দুল মজিদ বেপারির ছেলে সুবেল বেপারি, দাউদকান্দি উপজেলার বাওরখোলা গ্রামের কালু মিয়ার ছেলে রুবেল, সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মৃত নাসিরউদ্দিনের ছেলে জুয়েল রানা। 

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতারকৃত ৭ ডাকাতের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget