সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও সরকারি কলেজ (সাবেক সোনারগাঁও ডিগ্রী কলেজ) এর সাবেক অধ্যক্ষ আকরাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীতে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ ও সোনারগাঁওয়ের জনপ্রিয় এ শিক্ষক।
আকরাম হোসেন সোনারগাঁও সরকারি কলেজ প্রতিষ্ঠার পর দ্বিতীয় কোন অধ্যক্ষ ছিলেন। এখান থেকে অবসর নিয়ে তিনি রাজধানীর পিজি (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল) এর পরিচালক নিযুক্ত হোন। আকরাম হোসেন বেশ কিছু দিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার মাথায় একটি টিউমার অপসারণে অপারেশন হয় বলে বিশ্বস্ত একটি সূত্র জানায়।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও তিন সন্তানসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Post a Comment