সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাতের ব্যক্তিগত উদ্যোগে প্রায় তিন হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া পুরান কাঁচা বাজার, কাইকারটেকের আলাবদী ও পাঁচপীরের মাজার এলাকায় এসকল উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু সোনারগাঁও দর্পণ’কে জানান, কায়সার হাসনাতের ব্যক্তিগত উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় মোগরাপাড়া বাজারে ১ হাজার, বাদ যোহর কাইকারটেক এলাকায় এবং পাঁচপীর পাজার এলাকার দুটি স্পটে ১ হাজার করে প্রায় ২ হাজারসহ মোট প্রায় তিন হাজার প্যাকেট তিন হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ভালো মানের পোলাও চাল, চিনি, সেমাই, তেল রয়েছে।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য মাহফুজুর রহমান কালাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শিপন সরকার, উপজেলা যুবলীগ নেতা তপন মাহমুদ, যবলীগ নেতা আরমান হোসেন মেরাজ, মটর চালক লীগ নেতা আনোয়ার হোসেন, নোমান বাদশা, রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment