সোনারগাঁও দর্পণ :
আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাললম্বিদের অন্যতম মহাতীর্থস্থান লাঙ্গলবন্দ স্নানোৎসব। এ উপলক্ষে গতকাল এক বিশেষ সভা শেষে আজ ৩ এপ্রিল লাঙ্গলবন্ধের বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমির খসরু।
লাঙ্গলবন্ধের স্নানোৎসব এলাকায় অবস্থিত বিভিন্ন স্নানঘাট, পূজা মন্ডপ, পূণ্যার্থীদের থাকার জায়গা , গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান, পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন মৌলিক বিষয়গুলোর ব্যাপারে খোজ খবর নেন পরিদর্শনে যাওয়া দুই পুলিশ কর্মকর্তা।
এক প্রতিক্রিয়ায় তারা জানান, এই তীর্থস্থানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পুণ্যার্থীর আগম ন ঘটে। সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয়। তারই অংশ হিসেবে এখানে পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া, ১ হাজার ২০০ পুলিশের পাশাপাশি র্যাব, এস বি, ডি এস বি, এন এস আই, আনসারসহ সাদা পোশাকে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিবেন।
পরিদর্শনের সময় মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদ, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের টি আই আব্দুল করিম শেখ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বন্দর থানার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাংগঠনিক সম্পাদক রিপন দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ এপ্রিল, ২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ শুক্রবার দিবাগত রাত ৯ টা ১১ মিনিট থেকে শনিবার দিবাগত রাত ১১ টা পর্যন্ত এই স্নানোৎসব চলবে।
Post a Comment