সোনারগাঁও দর্পণ :
"তারুণ্যের হাত ধরে, ঈদ আনন্দ ঘরে-ঘরে" এই শ্লোগানে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন "তারুণ্যের সোনারগাঁ "। শুক্রবার দিনের বিভিন্ন সময় উপজেলার নানান স্থানে ঘুরে ঘুরে দুস্থ্য ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের খুজে বের করে তাদের হাতে এসকল উপহার সামগ্রী তুলে দেন সোনারগাঁওকেন্দ্রীক কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "তারুণ্যের সোনারগাঁ"ও সদস্যরা।
এ ছাড়াও ভিন্ন আঙ্গিকে পথে প্রান্তরে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিতদের নিয়ে মজাদার ও আগ্রহোদ্দীপক নানা কুইজ ও খেলার মাধ্যমে বিজয়ীদের হাতে এই ঈদ উপহার তুলে দেয়।
সামাজিক ও নৈতিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে সংগঠনটির সদস্যরা যেন সচেষ্ট ভূমিকা পালন করে যেতে পারে সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন সংগঠন সংশ্লিষ্টরা।
Post a Comment