সোনারগাঁও দর্পণ :
আগামীকাল ৩ এপ্রিল রোববার থেকে প্রথম রমজান শুরু হচ্ছে। সে লক্ষ্যে আজ ২ এপ্রিল প্রথম তারাবিহ্’র নামাজ পড়বে ধর্মপ্রাণ মুসলমানরা। যদিও মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশের আকাশ সীমায় শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় সে সকল দেশের মুসলমানেরা আজ থেকে রমজান পালন শুরু করেছেন তারা।
এদিকে, আজ সন্ধ্যায় দেশের ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির সদস্যদের চাঁদ দেখতে বসার কথা রয়েছে। তবে, ইসলামী চিন্তাবিদদের মতে, আরবি মাস যেহেতু ২৮ ও ৩১ দিনে হওয়ার সুযোগ নেই। অপরদিকে, রমজানও ২৮ বা ৩১ টি হওয়ার সুযোগ নেই। সে দিক বিবেচনায় আজ শাবান মাসের ২৯ তারিখ। তাই আগামীকালই আমাদের দেশে প্রথম রমজান হওয়ার কথা। এছাড়া বিগত দিনেও আমরা দেখেছি, সৌদি আরবে যে দিন রমজান শুরু হয় তার পর দিন আমাদের দেশের আকাশ সীমায় শাবানের চাঁদ দেখা যায় এবং আমরা রমজান বা রোজা পালন শুরু করি। যদিও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) রমজান রাখার বিষয়ে বলেছেন, “তোমরা চাঁদ দেখে মাহে রমজান শুরু কর এবং চাঁদ দেখে তা থেকে বিরত থাকো।”
‘সোনারগাঁও দর্পণ’ এর পক্ষ থেকে সকলকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা। আসুন আমরা পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করি।
Post a Comment