সোনারগাঁও দর্পণ :
ডাকাতির প্রস্তুতিকালে মাসুম ও রিপন নামে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মজলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ জানায়, বারদি ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত ওই গ্রাসের ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের চারদিক থেকে ডাকাত দলকে ঘিরে ফেরে তারা। এসময় কৌশলে অন্যান্যরা পালিয়ে েেগলও ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে পুলিশের কাছে সোপর্দ করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আটক হওয়া দুই ডাকাতের মধ্যে মাসুম চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে এবং রিপন একই গ্রামের সামসুল হকের ছেলে। সকালে হাসপাতালে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এরআগেও আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
Post a Comment