Halloween Costume ideas 2015

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও প্রশাসন


সোনারগাঁও দর্পণ :

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সোমবার  (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। 

পুষ্পস্তবক অর্পণের সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সন্মান জানান এবং শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget