সোনারগাঁও দর্পণ :
আগামী ৩১ মার্চ সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভার আহ্বান করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে কায়সার হাসনাত তার নিজ ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ সভার আহ্বান করেন।
কায়সার তার স্ট্যাটাসে লিখেন, আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগি সংগঠনের উদ্যোগে এককর্মী সভার আহ্বান করা হয়েছে। উক্ত সভায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এদিকে, গত ২৮ মার্চ সন্ধ্যায় ৩১ মার্চের কর্মসূচীকে সফল করতে এক মত বিনিময় সভা হয়। সেখানে কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। এছাড়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment