সোনারগাঁও দর্পণ :
জিহাদ (২৫) নামে একাধিক মামলার এক আসামীর মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কাঁচপুর বিসিকি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার ভোরে কাচঁপুর বিসিক এলাকায় এক যুবকের রক্তাক্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোন দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে। পুলিশ আরও জানায়, নিহত জিহাদ কাচঁপর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে। তার বাবা একজন সবজি ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
Post a Comment