Halloween Costume ideas 2015

‘আমাদের সোনারগাঁও’ এর মোড়ক উন্মোচন


সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা বই “আমাদের সোনারগাঁও” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোনারগাঁও সাহিত্য নিকেতন’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাখখার সাগরের রচনায় বইটির মোড়ক উন্মোচিত হয় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে। সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহ সভাপতি আসমা আকতারীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক  সেলিম আহমেদের সঞ্চালনায় শনিবার সকালে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা লেখক ও গবেষক শামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস, সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, আমাদের সোনারগাঁও বইয়ের লেখক মোফাখখার সাগর, ব্যাংকার মতিউর রহমান, উদিচী  সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, ব্যাংকার ও লেখক মোয়াজ্জেনুল হক, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনসহ বিভিন্ন লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget