সোনারগাঁও দর্পণ :
নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে নদী ও জলজ প্রাণীর স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঘের তৈরিকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা ও সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনার সময় তিনি এ হুশিয়ারী দেন।
অভিযানে সদর নৌ-থানা, বৈদ্যোর বাজারখাককান্দা, গজারিয়াসহ প্রায় ৫টি নৌ ফাঁড়ি ও মৎস্য কর্মকর্তারা সহযোগীতা সহযোগিতা করেন। এ সময় মেঘনা নদীতে থাকা প্রায় ২৫ টি অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়।
Post a Comment