সোনারগাঁও দর্পণ :
মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারী বাংলা ভাষা বিদ্বেসীদের গুলিতে শহীদের শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। ২০ ফেব্রুয়ারী দিন শেষে ২১ ফেব্রæয়ারী প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাজ্ঞাপনের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ২য় যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমানসহ উযপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment