Halloween Costume ideas 2015

বেড়াতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু


সোনারগাঁও দর্পণ :

বন্ধুর সাথে ঢাকা বেড়াতে গিয়ে মাজহারুল ইসলাম নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে পুলিশ রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল থেকে মাজহারুলের মরদেহ উদ্ধার করে। পরে সোমবার (১৭ জানুয়ারী) নিহত হতভাগা মাজহারুলের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মাজহারুল সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার কয়েকজন বন্ধুর সাথে ঢাকায় ঘুরতে যায় কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম। ওইদিনই (শনিবার) রাত ১০টার দিকে নাফিজ নামের এক যুবক মাজহারুলের বাবার মোবাইলে জানায় মাজহারুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি আছে। ফলে তাকে চিকিৎসা করতে টাকার প্রয়োজন। ছেলের এমন খবরে তার বাবা নাফিজের চিকিৎসার টাকা নিতে কাঁচপুর যেতে বলেন। পরে মাজহারুলের বন্ধু নাফিজ কাঁচপুর আসার কথা বলেও না আসায় মাজহারুলের বাবা মোবাইলে যোগাযোগ করলে নাফিজের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে মাজহারুলের পরিবারের সদস্যরা ওই ছেলের বলা হাসপাতালে গিয়ে মাজহারুল ইসলামকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে  দেখতে পায়। বিষয়টি তারা সাথে সাথে সোনারগাঁও থানা পুলিশকে জানায়। পরবর্তীতে রোববার (১৬ জানুয়ারী) বিকেলের দিকে মাজহারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।

এদিকে মাজহারুলের মৃত্যুর বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু হলে যে ধরণের আলামত থাকার কথা তেমন কোন আলামত মাজহারুল ইসলামের শরীরে পাওয়া যায়নি। তবে, মাথার একপাশ আঁঘাতে ফুলে যাওয়ার মতো কিছু দেখতে পায় তারা। মৃত্যুটি সন্দেহজনক হওয়ায় মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget