সোনারগাঁও দর্পণ:
পরপারে চলে গেলেন জেলা ছাত্রলীগ'র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রবিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পয়ত্রিশ বছর।
তার পারিবারিক সূত্র জানায়, সুজন বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা জনিত কারনে নিউমোনিয়ার পাশাপাশি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত শনিবার মধ্যরাতে হঠাৎ অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। হাসপাতাল থেকে তার মরদেহ প্রথমে নারায়ণগঞ্জে তার চানমারির বাড়িতে নেয়া হবে। পরে সেখান থেকে তার মরদেহ আনা হবে সোনারগাঁও উপজেলার মোগরাপারা ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে নিজ বাড়িতে। পরে এখানেই তাকে দাফন করা হবে বলে জানায় সূত্রটি।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুজন কাবিলগঞ্জ গ্রামের মহিউদ্দিন হক চৌধুরীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাচ বছরের এক মেয়ে, দেড় বছরের এক ছেলে, মা,বাবাসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন।
Post a Comment