সোনারগাঁও দর্পণ :
২১ জানুয়ারী সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর)’র মাসব্যাপী লোক কারুশিল্প ও লোকজ মেলা হচ্ছেনা। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ আয়োজন স্থগিত করেছে বলে জানিয়েছেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম।
বৃহস্পতিবার রাতে রবিউল ইসলাম’কে সোনারগাঁও দর্পণ থেকে মোবাইলে কথা বললে তিনি জানান, আগামীকাল ২১ জানুয়ারী মেলার উদ্বোধনের তারিখ ছিল। কিন্তুকরোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মেলাটি স্থাগিত রাখতে বলেছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো অফিসিয়ালি চিঠি পাইনি। যেহেতু, সময় কম। কালই মেলা শুরুর কথা ছিল। তাই ফোনের মাধ্যমে মৌখিক আদেশ পেয়েছি। হয়তো দুই একদিনের মধ্যে চিঠি পেয়ে যাব। আবার যখন মন্ত্রণালয় নির্দেশ দিবে তখন পালন করা হবে।
এদিকে, প্রতি বছরের মতো এবারও ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসব্যাপী লোকজ মেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্টল বরাদ্ধ, লোকজ সাজসজ্জা, কর্মরত কারুলিল্পীদের নির্বাচন, বাঁশের স্টেজ তৈরীসহ অফিসিয়ার সকল কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গেল বছরও ভেস্তে গিয়েছিল এ উৎসব।
Post a Comment