Halloween Costume ideas 2015

সাবধান! সোনারগাঁওয়ে ক্রমশই বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা


সোনারগাঁও দর্পণ :

আমরা সচেতন নই। বন্ধ করে দিয়েছি মাস্ক ব্যবহার। যস্ত্রতত্র মন মতো মিশছি কোন বাঁছ-বিচার ছাড়াই। অথচ, সম্প্রতি সময়ে প্রায় প্রতিদিনই সোনারগাঁওয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত তিন দিনের ব্যবধানে সোনারগাঁওয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে শতকরা ৫১ ভাগ। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্যানুযায়ী আজ বৃহস্বপতিবার (২০ জানুয়ারী) সর্বশেষ প্রাপ্ত ৩৯ জনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা গত মঙ্গলবার ৩০ জনের মধ্যে করোনা ভাইরাস নতুনভাবে বহন করেছে ১১ জন ব্যক্তি। এর আগের দিন সোমবার ১৭ জানুয়ারী ১৮ জনের মধ্যে করোনা আক্রান্ত ছিল ৭ জন। 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, সর্বশেষ প্রাপ্ত ৩৯ জনের ফলাফল অনুযায়ী ২০ জন করোনা -১৯ পজিটিভ ও ১৯ জন নেগেটিভ এসেছে।

করোনা আক্রান্তদের ২০ জনের মধ্যে ৮ জনই আমিনপুর ও পৌরসভা এলাকার বাসিন্দা। এছাড়া, পিরোজপুর ইউনিয়নে ৪ জন, মোগরাপাড়া ইউনিয়নে ৫জন, শম্ভুপুরা ইউনিয়নে ১ জন, সাদিপুর ইউনিয়নে ১ জন এবং কাঁচপুর ইউনিয়নে ১ জন। 

এ পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা-১৯ ভাইরাসে মোট সনাক্ত ২ হাজার ৭১৩ জন। যার মধ্যে সরকারী হিসাবে মৃত্যু হয়েছে ৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৮ জন।

তাই সাবধান ! স্বাভাবিক জীবন গড়তে এখনো সময় আছে। আমাদের সতর্ক হওয়ার। আসুন আমরা সকলে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার করি। সঠিক নিয়মে বারবার সাবান দিয়ে হাঁত ধৌত (ধুই) করি।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget