সোনারগাঁও দর্পণ :
ট্রাকের ধাক্কায় মরিয়ম (আনুমানিক ৩০ বছর) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও উপজেলার মোগরাপাগা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌরাস্তা বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের ফজর আলী’র দ্বিতীয় স্ত্রী এবং মোগরাপাড়া ইউপির খুলিয়াপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লা ওরফে নুরু মোল্লার বাড়ির ভাড়াটিয়া। একই দুর্ঘটনায় নিহতের স্বামী ফজর আলীও আহত হয়েছে।
নিহতের বাড়ির মালিক সূত্রে জানায়ায়, দুপুর একটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অসুস্থ স্বামীর সাথে সহায়তায় টাকা তোলার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক হতাকে চাঁপা দিয়ে সড়কের পাশে ফেলে পাালিয়ে যায়।
এ সময় সেখানে উপস্থিত লোকজন মরিয়ম ও তার স্বামী ফজর আলীকে নিয়ে হাসপাতাল গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
নিহত মরিয়ম ময়মনসিংহের কিশোরগঞ্জের বাসিন্দা বলে জানান নিহতের বাড়ির মালিক।
Post a Comment