সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিট লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্টেশনের পাশে অবস্থিত ১৪ তলা ভবনের ৩ তলায় নিটিং সেকশনের এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি জানান, রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনারগাঁও এবং ডেমরা ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু অগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণ করা দুটি ইউনিটের পক্ষে অসম্ভব হওয়ায় সোনারগাঁও, ডেমরা ও ফুলবাড়ীয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারের মোট ৮ টি ইউনিট একসাথে কাজ করে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো যাবে বল জানান তিনি।
Post a Comment