সোনারগাঁও দর্পণ :
কর্তব্য পালনের সময় সোনারগাঁও থানার পুলিশের গাড়ি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে গিয়ে দুই এসআই কাজী সালেহ আহমেদ ও শরিফুল নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)।
সোমবার (১৭ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাত টার দিকে থানার পার্শ্ববর্তী পৌরসভার দত্তপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
একই দুর্ঘটনায় আহত সোনারগাঁও থানা পুলিশের এ এস আই রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় টমটম চালক মোক্তার হোসেন জানায়, গাড়িটি দায়িত্বরত তিন জন পুলিশ সদস্যকে নিয়ে দত্তপাড়া হয়ে সোনারগাঁও থানায় যাচ্ছিলো। তার গাড়িটি ছিল পুলিশের গাড়ির ঠিক পিছনে। গাড়িটি যে সড়ক দিয়ে যাচ্ছিল সে সড়কের দুই পাশ ভাঙা ছিল এবং গাড়িটি ছিল অনেকটা দ্রুত গতিতে। ফলে নিয়ন্ত্রণ না রাখতে পারায় দুর্ঘটনা ঘটে। সাথে সাথে মোক্তার স্থানীয়দের ডেকে হাতুরি ও ইট দিয়ে গাড়ির গ্লাস ভেঙে তাদের উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত কাজী সালেহ আহম্মেদ এর বাড়ি ফরিদুরের ভাঙ্গায়। তার পিতার নাম কাজী নুরুল ইসলাম। অপর নিহত এসআই শরিফুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ সদর। তার বাবার নাম মৃত ইউনুস আলী।
এদিকে মৃত দুই এসআই কে দেখতে এসে দত্তপাড়া এলাকার আসলাম মিয়ার স্ত্রী হাফিজা বেগম
হৃদরোগে আক্রান্ত হয়ে পরায় হাফিজাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Post a Comment